img

বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে এবারই প্রথম মাঠে নেমেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। আর নেমেই বাজিমাত করে ফেলেছেন। ৮ ম্যাচে বল করে তুলে নিয়েছেন ১১ উইকেট। আজ তার বোলিং করার কথা বাবর আজম ও স্টিভেন স্মিথের বিপক্ষেও। তাদের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলতে নেমেছিল হোবার্ট। তবে বাবরদের মুখোমুখি হয়েও বোলিং করা হলো না রিশাদের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ ম্যাচের আগে থেকেই চোখরাঙানি দিচ্ছিল বৃষ্টি। যে কারণে টসে একটু দেরি হয়েছিল। তবে সে বৃষ্টি শেষে টস জিতেছিল রিশাদের দল। তবে অধিনায়ক বেন মেকডরমেট ব্যাটিংয়ে পাঠান সিডনিকে। তখনই দেখা মেলে অভূতপূর্ব এক দৃশ্যের। আধুনিক ক্রিকেটের দুই তারকা ব্যাটার স্টিভেন স্মিথ ও বাবর আজম নেমেছিলেন ওপেনিং জুটিতে।

দুজন মিলে ৫ ওভারে তুলেছিলেন ৩২ রান। এরপর আবারও বৃষ্টি হানা দেয় ম্যাচে। এরপর থেকে শেষ পর্যন্ত আর তা থামেনি। প্রায় ১ ঘণ্টা ৫২ মিনিট অপেক্ষা করে এরপর শেষমেশ ম্যাচটা বাতিলই করে দিতে হয় কর্তৃপক্ষকে।

সিডনির বিপক্ষে আজ বোলিং শুরু করেছিলেন বিল স্ট্যানলেক। এরপরের ওভারে রাইলি মেরেডিথ এসেছিলেন আক্রমণে। দুজনে ২টি করে ওভারে আক্রমণে আসার পর বোলিংয়ে আনা হয় সদ্য অ্যাশেজ-ফেরত বো ওয়েবস্টারকে। শুরুর ৫ ওভারের একটিতেও রিশাদকে আনা হয়নি আক্রমণে। মূলত মাঝের ওভার থেকে স্লগ ওভারের জন্যই ভাবনায় রাখা হয়েছিল তাকে। 

তবে সে সময়টা আসার আগেই বৃষ্টি হানা দেয়। যার ফলে বিগ ব্যাশে নিজের নবম ম্যাচে বোলিং করা হয়নি রিশাদের।

তার দল হোবার্টের অবশ্য খুব একটা ক্ষতি হয়নি। ৯ ম্যাচে ৬ জয় আর একটি পরিত্যক্ত খেলায় তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ১৩-তে। তারা এখন আছে বিগ ব্যাশের শীর্ষে। ইতোমধ্যেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ১৪ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে খেলবে রিশাদের দল।

এই বিভাগের আরও খবর